নৃত্য ,সংগীত, আবৃত্তি, ও বক্তব্য পাঠ এর মাধ্যমে স্বাধীনতা দিবসের ঐতিহ্যকে স্মরণ করা হচ্ছে

শান্তিনিকেতন সেবা নিকেতন নার্সিং হোম দ্বারা আয়োজিত ভারতের 73 তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠিত হচ্ছে স্বাধীনের ক্যাম্পাসে। অনুষ্ঠানটিতে উজ্জ্বল উপস্থিতি দিয়ে আলোকিত করলেন কিছু অত্যন্ত বিশেষ মানুষ। অনুষ্ঠানে এসেছেন ওয়েস্ট বেঙ্গল ‘ল’ কমিশনের চেয়ারম্যান বিচারপতি প্রণব কুমার চট্টোপাধ্যায় মহাশয় রয়েছেন স্বাধীন ট্রাস্টের এর সভাপতি শ্রী মলয় পীঠ মহাশয় সেই সঙ্গে বিশ্বভারতী সহ বিভিন্ন প্রতিষ্ঠানর বিশিষ্ট অতিথিবর্গরা l শ্রী মলয় পিট মহাশয় এর বক্তব্য অনুযায়ী আমাদের বিরল সৌভাগ্য যে এরকম একটি তাৎপর্যপূর্ণ দিনে আমরা সঙ্গে পেয়েছি এই প্রধান অতিথিকে | ধারাবাহিক প্রথা মেনে ঐতিহ্যমন্ডিত ভাবে পতাকা উত্তোলন পর্ব সুসম্পাদিত হল শ্রী প্রণব কুমার চট্টোপাধ্যায় মহাশয় এর হাত দিয়ে। তিনি তার সুচিন্তিত মতামত সমন্বিত বক্তব্য দিয়ে স্বাধীনকে সমৃদ্ধ করলেন সেই সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলছে বর্ণাঢ্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নৃত্য ,সংগীত, আবৃত্তি, নাটক ও বক্তব্য পাঠ এর মাধ্যমে স্বাধীনতা দিবসের ঐতিহ্যকে স্মরণ করা হচ্ছে দেশপ্রেমিক ও বিপ্লবীদের | কর্ম উন্মাদনায় ভর করে স্বাধীনতা দিবসের বিশেষ ক্ষণে স্বাধীন অঙ্গীকার করল সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কর্মব্রতী ও কর্মযোগী হওয়ার। আজকের এই বিশেষ দিনে সকলকে জানাই গৌরিক অভিনন্দন | বন্দেমাতরম | জয় হিন্দ |