Category: ITI

শীতের মরসুমের আগমনের জন্য শীতকালীন ফসল চাষ

স্বাধীন ট্রাস্ট পরিচালিত ইলামবাজার গভর্নমেন্ট আই টি আই এ এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে শীতের মরসুমের আগমনের জন্য শীতকালীন ফসল চাষ করা হচ্ছেI যেমন :-বাঁধা কফি, ফুলকপি, মোটর সুটি, আলু, পালন ইত্যাদি চাষ করা হচ্ছে

মানবাজার সরকারি শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠানে আজ অনুষ্ঠিত হয়ে গেল একটি শিক্ষামূলক আলোচনাসভা।

মানবাজার সরকারি শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠানে আজ অনুষ্ঠিত হয়ে গেল একটি শিক্ষামূলক আলোচনাসভা। এই অনুষ্ঠানে অতিথি অধ্যাপক হিসাবে উপস্থিত ছিলেন ইস্টার্ন METEC প্রাইভেট লিমিটেড – এ কর্মরত ও কারিগরী অভিজ্ঞতাসম্পন্ন মাননীয় সুপ্রিয় বর্মন মহাশয়। তিনি খুব সুন্দর ও সহজসরল ব্যাখ্যায় বর্তমান দিনে বিভিন্ন শিল্পক্ষেত্রে সিভিল ইন্জিনিয়ারিং এবং সার্ভেয়ারের অত্যাধুনিক প্রযুক্তির যে ব্যবহার তা উপস্থাপন করেন। নিজ হাতে অটো লেভেল যন্ত্রের ব্যবহারিক প্রয়োগ করে অত্যন্ত যত্ন সহকারে তিনি ছাত্রছাত্রীদের লেভেলিং সম্পর্কে সার্বিক শিক্ষাদান করেন। ছাত্রছাত্রীরাও জানায় কলেজের এই ধরনের পদক্ষেপ তাদের বর্তমান শিক্ষার ভান্ডারকে আরও সমৃদ্ধ করবে যা আগামী দিনে তাদের কর্মজীবনে ফলপ্রসূ হবে।

খাতড়া সরকারি শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠানে আজ অনুষ্ঠিত হয়ে গেল একটি শিক্ষামূলক আলোচনাসভা।

খাতড়া সরকারি শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠানে আজ অনুষ্ঠিত হয়ে গেল একটি শিক্ষামূলক আলোচনাসভা। এই অনুষ্ঠানে অতিথি অধ্যাপক হিসাবে উপস্থিত ছিলেন ইস্টার্ন METEC প্রাইভেট লিমিটেড – এ কর্মরত ও কারিগরী অভিজ্ঞতাসম্পন্ন মাননীয় সুপ্রিয় বর্মন মহাশয়। তিনি খুব সুন্দর ও সহজসরল ব্যাখ্যায় বর্তমান দিনে বিভিন্ন শিল্পক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির যে ব্যবহার তা উপস্থাপন করেন। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাশ্ববর্তী মানবাজার সরকারি শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাননীয় অরিত্রম চ্যাটার্জি মহাশয়। তিনিও ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন। ছাত্রছাত্রীরাও জানায় কলেজের এই ধরনের পদক্ষেপ তাদের বর্তমান শিক্ষার ভান্ডারকে আরও সমৃদ্ধ করবে যা আগামী দিনে তাদের কর্মজীবনে ফলপ্রসূ হবে।

স্বাধীন ট্রাস্ট পরিচালিত Tehatta Govt. ITI এ পরীক্ষা চলছে ‘PBSSD’এর উৎকর্ষ বাংলা ছাএ ছাত্রীদের

আজ Tehatta Govt. ITI কলেজ এ শান্ত পরিবেশের মধ্যে দিয়ে পরীক্ষা চলছে ‘PBSSD’এর উৎকর্ষ বাংলা
Agriculture এর পরীক্ষা ।
Agriculture ব্যচ নম্বর হল PM/GOVT/080/ AGR/Q1202/1। Agriculture আনেক ভাগ আছে,তার মধ্যে Pesticides & Fertilizer এটি গুরুত্ব পূর্ন বিভাগ । Pesticides & Fertilizer এটি কোস টি করে ছাএ ছাত্রীদের নানা জায়গা কাজ করতে পারবে। এই পরীক্ষা ‌দিতে পেরে ছাএ ছাত্রীদের খুবই আনন্দিত।তার কী করে বিষ কে ব্যবহার করা যাবে। তার কী করে সার দেবে জমিতে ও তার কী বিষ কে কীট নাসক সার খতি না করে। তারই কিছু সুন্দর মুহূর্তের ছবি

 

খাতড়া গভর্মেন্ট আইটিআই এ অনুষ্ঠিত হল নবীন বরণ- ২০১৯

 

পশ্চিমবঙ্গের আইটিআই গুলির মধ্যে একটি অন্যতম তথা বাঁকুড়া জেলার সেরা আই টি আই খাতড়া গভমেন্ট আই টি আই।এই আই টি আই কলেজ টি তে রয়েছে পাঁচ টি ট্রেড ইলেকট্রিশিয়ান, ফিটার, ইলেকট্রনিস্ক মেকানিক, প্লাম্বার ও সার্ভেয়র। সকল ট্রেডের ছাত্র-ছাত্রীদের সহযোগিতায় ও শিক্ষক শিক্ষিকারা মিলিত ভাবে আজ নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করেছে। নবীন বরণ বলতে আমরা বুঝি নবীন অর্থাৎ নতুন ছাত্র-ছাত্রীদের বরণ করে নেওয়া,তাই দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রীরা তাদের বরন করে নেয়। শুধু তাই নয় তাদের কে বরণ করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপন করে নেয়, একটি কালচারাল অনুষ্ঠানের এর মধ্য দিয়ে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাতড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তথা দক্ষিণ বাঁকুড়ার সমাজসেবী জয়ন্ত মৈত্রী মহাশয় ও আর অনেক বিশেষ ব্যক্তিবর্গ। তারা সবাই ভবিষ্যতে কলেজের যে কোনো রকম কর্মকান্ডে আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

       

দিনহাটা গভর্নমেন্ট আইটিআই এ জাঁকজমকভাবে বিশ্বকর্মা পূজা ও নবীন বরণ উৎসব পালন করা হলো

দিনহাটা গভর্নমেন্ট আইটিআই এ জাঁকজমকভাবে বিশ্বকর্মা পূজা ও নবীন বরণ উৎসব পালন করা হলো।

পশ্চিমবঙ্গের আইটিআই গুলির মধ্যে একটি অন্যতম আই টি আই দিনহাটা গভমেন্ট আই টি আই।এই আই টি আই কলেজ টি তে রয়েছে পাঁচ টি ট্রেড ইলেকট্রিশিয়ান, ফিটার, মেকানিক মোটর ভেহিকেল, ইত্যাদি সকল ট্রেড ছাত্র-ছাত্রী সহযোগিতা ও শিক্ষক শিক্ষিকা মিলিত হয়ে গতকাল (18 সেপ্টেম্বর 2019) বিশ্বকর্মা পুজোর পাশাপাশি , নবীন বরণ এর আয়োজন করেছে। নবীন বরণ বলতে আমরা বুঝি নবীন অর্থাৎ নতুন এই নতুন ছাত্র-ছাত্রীদের বরণ করে নেয় দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রী। শুধু তাই নয় তাদের কে বরণ করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপন করে নেয়।
একটি কালচারাল প্রোগ্রাম এর মধ্য দিয়ে।

নাকাশিপাড়া গভর্নমেন্ট আইটিআই কলেজের বিশ্বকর্মা পূজো

 

সকলকে শুভ বিশ্বকর্মা পূজার হার্দিক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দনl আজ এই শুভদিনে উত্তরণ বাংলা চ্যানেলের ক্যামেরা পৌঁছে গিয়েছে নাকাশিপাড়া গভর্নমেন্ট আইটিআই কলেজে, আজ আমাদের ক্যামেরায় ধরা পড়ল ভুমন্ডলের শ্রেষ্ঠ কারিগর ভগবান বিশ্বকর্মা ঠাকুরের মনোরম প্রতিমূর্তিl এই পুজো কে সাফল্যমন্ডিত করে তুলতে কলেজের ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকা ওতপ্রোতভাবে জড়িয়ে আছেনl এখানে উপস্থিত আছেন সমাজের বিভিন্ন শ্রেণীর ব্যক্তিবর্গl আমাদের উত্তরণ বাংলা চ্যানেল এর পক্ষ থেকে ভগবান বিশ্বকর্মার কাছে নাকাশিপাড়া গভর্নমেন্ট আইটিআই কলেজের প্রভূত উন্নতি কামনা করিl

মহা সমারোহে উদযাপিত হল স্বাধীন ট্রাস্ট পরিচালিত মানবাজার সরকারি শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠানের এবছরের বিশ্বকর্মা পুজো

মহা সমারোহে উদযাপিত হল স্বাধীন ট্রাস্ট পরিচালিত মানবাজার সরকারি শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠানের এবছরের বিশ্বকর্মা পুজো। রীতি অনুযায়ী কলেজ পার্শ্ববর্তী কুমারী নদীর জল এনে ঘট প্রতিষ্ঠিত হবার পর নির্দিষ্ট আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে হয় দেবশিল্পী শ্রী শ্রী বিশ্বকর্মার প্রাণ প্রতিষ্ঠা ও চক্ষুদান। পুষ্পাঞ্জলি, যাগযজ্ঞের সহিত কলেজের সকল শিক্ষক-শিক্ষাকর্মী, ছাত্রছাত্রীরা মেতে ওঠে দেবতার আরাধনায়। এরপর প্রসাদ বিতরণ ও ভোগ বিতরণ করা হয় ছাত্রছাত্রী ও এলাকার গরীব-দুঃখী মানুষজনকে। এই পুজোকে কেন্দ্র করে শিক্ষক ও ছাত্রছাত্রীরা নিরলস পরিশ্রমে কলেজ চত্ত্বরকে সুন্দরভাবে সাজিয়ে তোলেন।

খুব ধুম ধামের সঙ্গে উদযাপিত হচ্ছে বিশ্বকর্মা পূজা

খুব ধুম ধামের সঙ্গে উদযাপিত হচ্ছে বিশ্বকর্মা পূজা

আজ চরম সমারোহের মধ্যে দিয়ে স্বাধীন ট্রাস্ট পরিচালিত TEHATTA GOVT ITI কলেজে উদযাপিত হলো শিল্পের দেবতা বিশ্বকর্মার।শিক্ষক ও শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমে কলেজ চত্বর খুব সুন্দর ভাবে সাজিয়ে তোলা হয়েছে।আজ সকাল থেকেই শিক্ষক ও শিক্ষার্থীরা যৌথ ভাবে পূজা প্রস্তুতি করে চলেছে।নিদির্ষ্ট রীতি কানুন মেনে পূজা পাট সমাপ্তির পর করা হয় প্রসাদ বিতরণ।বিশ্বকর্মা পূজাকে ঘিরে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে খুবই উদ্দীপনা চোখে পরার মতো।

সকলকে বিশ্বকর্মা পুজোর অভিনন্দন জানাই ইলামবাজার গভর্নমেন্ট আই টি আই এর তরফ থেকে

সকলকে বিশ্বকর্মা পুজোর অভিনন্দন জানাই ইলামবাজার গভর্নমেন্ট আই টি আই এর তরফ থেকে l আজ বিশ্বকর্মা জয়ন্তী l আজকের দিনে বিভিন্ন স্কুল এবং কলেজে বিশ্বকর্মা পূজা পালিত হয় l হিন্দু শাস্ত্র মতে কথিত আছে বিশ্বকর্মা পুরো পৃথিবী কে সৃষ্টি করে এবং ইনি হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ কারিগর l বিশ্বকর্মা ঠাকুরের মনোরম প্রতিমূর্তি প্রতিস্থাপন ও এই পুজো কে সাফল্যমন্ডিত করে তুলতে কলেজের ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকা ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন পুজোর পরে সকল কে প্রসাদ বিতরণ করা হলো ও বিকালে এলাকার দুঃস্থ মানুষদের ঠাকুরের ভোগ বিতরণ করা হলো l ভগবান বিশ্বকর্মার কাছে ইলামবাজার গভর্মেন্ট আইটিআই কলেজের প্রভূত উন্নতি কামনা করিl