Category: DED&BED

স্বাধীনতা দিবসে দেশাত্মবোধক নাটক লক্ষ্য

দেশমাতার সেবায় ভারতীয় সেনাদের পাশাপাশি ডাক্তারদের ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রসঙ্গে দেশাত্মবোধক নাটক “লক্ষ্য” | শান্তিনিকেতন সেবা নিকেতন নার্সিং হোমের বিশেষ উদ্যোগে আয়োজিত ভারতের 73 তম স্বাধীনতা দিবস উদযাপন প্রাক্কালে স্বাধীন ট্রাস্টের সাংস্কৃতিক মঞ্চে মঞ্চস্থ হল একটি বিশেষ দেশাত্মবোধক নাটক | একজন ভারতীয় সেনা যেভাবে দেশমাতার রক্ষার্থে নিজেদের প্রাণের ঝুঁকি নিন এবং বলিদান দেন, সেরকমই আহত সৈনিকদের পুনরায় জীবিত করে ডাক্তারাও দেশমাতার সেবায় নিজেদের নিয়োজিত করেন | মূলত একজন লক্ষ্যভ্রষ্ট শিক্ষার্থী কিভাবে নানা ঘাত-প্রতিঘাতের মাধ্যমে নিজের লক্ষ্যে পৌঁছে যায় সেটাই এই নাটকের মূল বক্তব্য সেই সঙ্গে যে সমস্ত ডাক্তাররা সেনাদের সুচিকিৎসা প্রদানের মাধ্যমে দেশকে সুরক্ষিত তথা সুস্থ রাখে সে দিকে লক্ষ্য রেখে এই নাটকের অবতারণা | স্বাধীন ট্রাস্টের শিক্ষার্থী দ্বারা স্বাধীনতা দিবসে মঞ্চস্থ হল এই বিশেষ নাটক | এই নাটকের মাধ্যমে বর্তমান প্রজন্ম অনেকটাই উদ্বুদ্ধ ও উৎসাহী হবে বলে সকলেই মনে করেন | বন্দে মাতারাম | জয় হিন্দ |

ওয়েস্ট বেঙ্গল ‘ল’কমিশন এর সভাপতি শ্রী প্রণব কুমার চট্টোপাধ্যায় মহাশয় কর্তৃক জাতীয় পতাকা উত্তোলিত হল স্বাধীন ট্রাস্টের ক্যাম্পাসে

স্বাধীনতা দিবসে স্বাধীন ট্রাস্টে বিশেষ অতিথি হিসেবে আগত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (বীরভূম )মণিকুন্তলা রায় মহাশয়া কর্তৃক উদ্বোধিত হল স্বাধীন ট্রাস্টের শিক্ষাপ্রতিষ্ঠান ডি.এড এবং বি.এড এর সৃজনাত্মক প্রদর্শনী শালা* l

শান্তিনিকেতন সেবা নিকেতন নার্সিং হোম দ্বারা আয়োজিত ভারতের 73 তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠিত হচ্ছে স্বাধীনের ক্যাম্পাসে। অনুষ্ঠানটিতে উজ্জ্বল উপস্থিতি দিয়ে আলোকিত করলেন কিছু অত্যন্ত বিশেষ মানুষ। স্বাধীন ট্রাস্টের এর সভাপতি শ্রী মলয় পিট মহাশয় এর বক্তব্য অনুযায়ী আমাদের বিরল সৌভাগ্য যে এরকম একটি তাৎপর্যপূর্ণ দিনে আমরা সঙ্গে পেয়েছি এরকম বিশেষ অতিথিদের lসেই সঙ্গে সাংস্কৃতিক মঞ্চে মঞ্চস্থ হচ্ছে কলকাতা থেকে আগত একটি বিশেষ সাংস্কৃতিক দল এর দেশাত্মবোধক নৃত্য গীতি সহ বর্ণাঢ্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

নৃত্য ,সংগীত, আবৃত্তি, নাটক ও বক্তব্য পাঠ এর মাধ্যমে স্বাধীনতা দিবসের ঐতিহ্যকে স্মরণ করা হচ্ছে দেশপ্রেমিক ও বিপ্লবীদের l কর্ম উন্মাদনায় ভর করে স্বাধীনতা দিবসের বিশেষ ক্ষণে স্বাধীন অঙ্গীকার করল সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কর্মব্রতী ও কর্মযোগী হওয়ার। আজকের এই বিশেষ দিনে সকলকে জানাই গৌরিক অভিনন্দন I বন্দেমাতরম l জয় হিন্দ l