কবিগুরুর ৭৮ তম প্রয়াণ দিবসে SIP র Ddu Gky বিভাগের ছাত্রছাত্রীবৃন্দের সশ্রদ্ধ প্রণাম।

আজ ২২ শে শ্রাবণ। প্রতিভার আকাশে জাজ্বল্যমান এক নক্ষত্রের চিরতরে নিভে যাওয়ার দিন, যাঁর একের পর এক কালজয়ী সৃষ্টিসৌন্দর্য ভারতবর্ষকে বিশ্বদরবারে স্বর্ণাসণে বসিয়েছে। তিনি আমাদের সবার প্রাণের ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ। বীরভূম জেলার বোলপুর শহরে স্বাধীন পরিচালিত শান্তিনীকেতন ইন্সটিটিউট অব পলিটেকনিকে Ddu Gky বিভাগের পক্ষ থেকে পড়ুয়ার দল কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন তাঁরই রচিত গান ও কবিতা পরিবেশনের মধ্য দিয়ে। এ যেন গঙ্গাজলে গঙ্গা পূজো। তাঁর সৃষ্টি আজও নতুন ও প্রাসঙ্গিক। এমন যুগোমানবকে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের সুযোগ পেয়ে আমরা ধন্য।